কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


নদীদূষণ যেভাবে ঢাকাকে বসবাসের অযোগ্য করে ফেলছে

ঢাকার অপূর্ব সব দিক রয়েছে। এটি অনেকেই জানেন না। পৃথিবীতে এমন একটি রাজধানী নেই, যেটির চারপাশে পাঁচটি নদী। অবশ্য একটি নদী একটু দূরে। আমাদের এসব নদী হলো মিঠাপানির নদী। যুক্তরাষ্ট্রের তিনজন সেক্রেটারি জেনারেল বিভিন্ন সময় বলেছেন, পৃথিবীতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, তাহলে সেটি হবে স্বাদুপানির মালিকানা নিয়ে। মিঠাপানির মালিকানায় বাংলাদেশ পৃথিবীর তৃতীয় স্থানে।

ইউরোপে বৃষ্টি–বন্যা সবই শীতকালে হয়। আমাদের এখানে হয় গরমকালে। শীতকালে বৃষ্টি–বন্যা বেশি হলে আমাদের জন্য বিপর্যয় নেমে আসত। এখানেও প্রকৃতি আমাদের সাহায্য করছে। বিভিন্ন ধর্মেও নদীর কথা বলা হয়েছে। ইসলামের ভাষ্যে যে জান্নাতের কথা বলা হয়েছে, তাতে প্রবাহিত নহরের কথা বলা হয়েছে। জান্নাতের সৌন্দর্য বর্ণনায় নদীর কথা এসেছে। আবার হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ সবাই পবিত্র হওয়ার জন্য গঙ্গাস্নান করেন। নদী হলো এক অপরূপ সৌন্দর্যের প্রতীক। আমাদের নদীতে পানি আসে বৃষ্টি ও হিমালয় থেকে। পৃথিবীর প্রায় অধিকাংশ দেশের বৃষ্টির পানি হলো অ্যাসিড রেইন। বাংলাদেশে পাঁচ মিনিট বৃষ্টি হওয়ার পর সে পানি এত স্বচ্ছ হয় যে খাওয়া তো যায়ই, এমনকি ইনজেকশনেও ব্যবহার করা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন