বিধিনিষেধ, সীমিত আয়োজনে বিশ্বে আরেকটি নতুন বর্ষবরণ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ২১:৫৬
নতুন বছরকে বরণের উৎসব শুরু হয়ে গেছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে। ২০২২ সালকে সবার আগে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ডবাসী। তবে সেখানে হয়নি কোনও আতশবাজি। নীরবেই সেখানে শুরু হয়েছে নতুন বছর।
ওদিকে, অস্ট্রেলিয়া ২০২১ সালকে বিদায় জানিয়েছে সিডনি সৈকতে আতশবাজি করে। পুরোনো স্টাইলেই তারা শুরু করেছে নববর্ষ বরণের উৎসব। আতশবাজি দেখতে সিডনি ব্রিজের বিভিন্ন পয়েন্টে ভিড় করেছে মানুষ। বিশ্বজুড়ে টিভিতে প্রচার হয়েছে সে দৃশ্য।
কিন্তু প্যারিস, লন্ডন, কুয়ালা লামপুরসহ বিশ্বজুড়ে আরও অনেক জায়গাতেই নতুন বছরকে বরণ করতে আতশবাজির আনন্দ আয়োজন বাতিল করা হয়েছে। কারণ, ২০২১ সালে টিকার কারণে কোভিডের থাবা কমলেও করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের জেরে পূর্ণ আনন্দ নিয়ে মানুষের ২০২২ সাল উদযাপনের আশায় ছেদ পড়েছে। সব কিছুই করা হচ্ছে সীমিত পরিসরে, বিধিনিষেধের মধ্য দিয়ে।