মিলেনিয়ামের তৃতীয় দশকের প্রথম বছর প্রায় শেষ। দিনকয়েকের মধ্যেই নতুন বছরের সূর্য় উঠবে। আর আমরা মহাসমারোহে সেটিকে বরণ করে নিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করব। ওই জাঁকজমকে অবশ্যই ডিজিটাল ডিভাইস ব্যবহার করা হবে। আমরা নানা বর্ণিল স্বপ্নে নিজেদের ভাসিয়ে নিয়ে যাব নতুন বছরের মুক্তবিশ্বের মোহনায়। ওই মোহনায় কী কী অপেক্ষা করছে, তা আমরা জানি? না, জানি না। তবে অনুমান তো করতে পারি? হয়তো তা পারি আবার নাও পারতে পারি। কারণ তা আমাদের চিন্তার অ্যান্টেনায় এর কোনো ধ্যান-ধারণা ধরা পড়েনি।
You have reached your daily news limit
Please log in to continue
মানুষের সৃষ্টিশীলতা ও উদ্ভাবনার উন্নয়ন দরকার
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন