জ্ঞান বাবু ফরিদপুরের কোটালীপাড়ার চালিকাবাড়ির বাপ-দাদা চৌদ্দপুরুষের বাড়ি থেকে গিয়ে ভারতে ছিলেন পাকিস্তান আমলে, ফিরে আসেন ১৯৭২-এ স্বাধীন বাংলাদেশে এবং ১৯৭৭-এর ২৬ এপ্রিল মুন্সেফি পেয়ে ১৯৭৮-এর ৩০ এপ্রিল ছাঁটাই হন বিনা নোটিসে। স্বীকৃত এইটুকু ঘটনার মামলাটিতে বিরোধ দেখি পয়েন্টে পয়েন্টে, জট লেগে আছে গিঁটে গিঁটে। বিরোধের সব জট একে একে ছুটিয়ে তবেই তো পৌঁছানো যাবে চূড়ান্ত সিদ্ধান্তে, বলা যাবে তার ছাঁটাইয়ের আদেশটা বেআইনি, বে-এখতিয়ারি, অবৈধ-বাতিল কি না। তারপরে হবে তার মুন্সেফি বহাল-ই আছে বলে বকেয়া বেতন-ভাতা, সুযোগ-সুবিধা, জ্যেষ্ঠতা সব দিয়ে তাকে চাকরিতে ফিরিয়ে নিতে আইন মন্ত্রণালয়সমেত বিবাদী সরকারের বিরুদ্ধে ডিক্রি দেওয়া যাবে কি না। মামলার কোথায় কোন বিরোধের জট বেঁধে আছে তা আগেই ধরে তার ওপরেই হয় সাক্ষীসাবুত। আদালতি ভাষায় ইস্যু (বিচার্য বিষয়) বলা হয় এসব বিরোধের জটকে।
You have reached your daily news limit
Please log in to continue
বিচারফলের জ্ঞানকাণ্ড
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন