মাছের তেল দিয়ে মাছ ভাজার 'আন্দোলন'
বাংলা প্রবাদে বলা হয়- ঝিকে মেরে বউকে শেখানো। যদিও তাতে আদৌ বউ শেখে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা থাকে, বলাই বাহুল্য। তবে এমন সব লৌকিক প্রবাদ একুশ শতকের বাঙালির চরিত্রেও পরিলক্ষিত হয়; বিশেষ করে কোনো জনরোষ থেকে তাদের সৃষ্ট আন্দোলন সংগঠন ও পরিচালনায়।
সম্প্রতি, বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়াতে যানবাহনের ভাড়া বেড়েছে। তার চেয়ে অধিক মাত্রায় বেড়েছে পণ্যমূল্য। পণ্যমূল্য ও ভাড়া উভয় বৃদ্ধিতেই সরকার ও ব্যবসায়ীদের তরফ থেকে তেলের দাম বৃদ্ধিকে দায়ী করা হচ্ছে। কিন্তু পণ্যমূল্য বাড়াতে কোনো আন্দোলন বা প্রতিবাদ নেই। আন্দোলন হচ্ছে যানবাহনের ভাড়া বাড়ানোকে কেন্দ্র করে। এতে, লোকাল বাসের ভাড়া কিছুটা নিয়ন্ত্রণে এলেও, দূরপাল্লার বাস, লঞ্চ বা বিমানের ভাড়ার ইস্যু সামনে আসছে না। এমন আন্দোলনগুলোর চরিত্র, পলিটিক্স আর ব্যাকগ্রাউন্ড সূক্ষ্ণভাবে পর্যালোচনা করলে বাঙালির আন্দোলনের রকমফের খানিকটা পরিস্কার হবে।