You have reached your daily news limit

Please log in to continue


১০ জানুয়ারি থেকে বুস্টার ডোজ দেবে ভারত

করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ ২০২২ সালের ১০ জানুয়ারি থেকে দেওয়া শুরু করবে ভারত। সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। খবর এনডিটিভির।

জানা গেছে, ভারতে বুস্টার ডোজ প্রথমে দেওয়া হবে স্বাস্থ্যকর্মীসহ সম্মুখসারির যোদ্ধা ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের। নতুন বছরের শুরুতেই ১৫ থেকে ১৮ বছর বয়সীদেরও টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন মোদি। সামনের বছরের ৩ জানুয়ারি শুরু হবে এই কর্মসূচি।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদি বলেছেন, করোনা এখনো পুরোপুরি চলে যায়নি। এর নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের খোঁজ মিলছে ভারতেও। এ পরিস্থিতিতে আমাদের করোনাবিধি যথাযথভাবে মেনে চলতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন