You have reached your daily news limit

Please log in to continue


'পাপ বাপকেও ছাড়ে না' আহত রাব্বানীর ছবি পোস্ট করে নুর

মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে ভোটকেন্দ্রে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জখম হয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। রবিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষ লোকজনের হামলা ঠেকাতে গিয়ে তাঁর ডান হাতের তিনটি আঙুল কেটে যায়। এতে তিনটি সেলাই লেগেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র মণ্ডল। গোলাম রাব্বানীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পর ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সঙ্গে আহত গোলাম রাব্বানীর কয়েকটি ছবি শেয়ার করেন তিনি।

নিচে নুরের স্ট্যাটাসটি তুলে ধরা হলো :   ভাগ্যের কী নির্মম পরিহাস। যে রাব্বানী ছাত্রলীগের নেতা থাকাকালীন ক্ষমতার দম্ভে বিভিন্ন ক্যাম্পাসে অসংখ্য ভিন্নমতের শিক্ষার্থীকে মারধর, অত্যাচার, নির্যাতন, হামলা-মামলা করেছে, আজ রাব্বানী নিজ এলাকায় তার দলের নেতাকর্মীদের দ্বারাই হামলার শিকার।   স্থানীয় কয়েকজন বলেছে, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ইশিবপুর ইউপি নির্বাচনে কেন্দ্র দখল করতে গেলে নিজ দলের নেতাকর্মীরাই তাকে প্রতিহত করে। পাপ বাপকেও ছাড়ে না! যাই হোক, প্রকৃত ঘটনার তদন্ত সাপেক্ষ অন্যায়ের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। সংঘাত-সহিংসতাকে কখনোই সমর্থন করি না। সম্প্রীতি, সহনশীলতার রাজনীতি চাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন