সত্যিকারের অভিভাবক রিয়াজ উদ্দিন আহমেদের বিদায়
রিয়াজ ভাইয়ের সাথে শেষ দেখাটা ছিল এক পলকের জন্য। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনের তারিখ নির্ধারিত। প্রতিবছর ৩০ নভেম্বর রিপোর্টার্স ইউনিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। পেশাগত ব্যস্ততার কারণে এখন আর রিপোর্টার্স ইউনিটি বা প্রেসক্লাবের দিকে যাওয়া হয় না। কিন্তু আমি এই অনুপস্থিতির ঘাটতি পুষিয়ে দেই ভোট দিতে গিয়ে।
প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বিএফইউজে, ডিইউজেসহ সাংবাদিকদের সবগুলো সংগঠনের নির্বাচনের দিন ভোট দিতে যাই আমি। তাতে অনেকের সাথে দেখা হয়ে যায়। নিয়মিত অনুপস্থিতিটা আর চোখে লাগে না। এবারও রিপোর্টার্স ইউনিটির ভোট দিতে গিয়ে ভোট কেন্দ্রের ভেতরে রিয়াজ ভাইয়ের সাথে দেখা। তিনি সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার ছিলেন।