কী আইনি ব্যবস্থা, ২৫ জুনের পর জানাবেন সাবেক সেনাপ্রধান আজিজ
কাতারভিত্তিক আল-জাজিরার তথ্যচিত্রে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তাঁর একজন কোর্সমেটের কথোপকথন ফাঁস করা হয়। তাঁর দাবি, অডিওটি সঠিক নয়। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছেন বলেও তিনি জানান। সাবেক এ সেনাপ্রধান বলেন, ‘আগামী (২০২২) জুনের ২৫ তারিখের পর আমার সম্পূর্ণ রিটায়ারমেন্ট শুরু হবে। তখন আমি চিন্তা করব এ ব্যাপারে কী করা যায়।’ নিজের ভাইদের পরিচয়পত্র ও অন্যান্য কাগজে তথ্য পরিবর্তনে কোনো প্রভাব খাটাননি বলে দাবি করেছেন তিনি।
জার্মানির সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলের ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ অনুষ্ঠানে এবারের অতিথি ছিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীনের সঙ্গে এ আলোচনায় নানা প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। তাঁকে নিয়ে নানা অভিযোগের প্রসঙ্গেও কথা বলেছেন। আল-জাজিরার তথ্যচিত্র, ভাইদের বিষয়ে নানা অভিযোগ, যুক্তরাষ্ট্রে ভিসা বাতিলসহ নানা প্রসঙ্গ এ আলোচনায় উঠে এসেছে।