মির্জাপুরে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
মির্জাপুরে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষ ব্যক্তির (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া বাজারের পশ্চিম পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আইয়ুব খান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি ওই ডোবার পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে তারা।
আইয়ূব খান জানান, মরদেহের ডান হাতের বাহুতে ট্যাটুতে ইংরেজী অক্ষর ‘আর’ এবং বাম হাতের বাহুর ট্যাটুতে আরবি অক্ষরে ‘আল্লাহ্’ লেখা রয়েছে। চোখ মুখসহ বিভিন্ন অঙ্গ নষ্ট হয়ে গেছে। এক থেকে দেড় মাস আগে ওই ব্যক্তি মৃত্যু হয়েছে বলে পুলিশের ধারনা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে