কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গণতন্ত্রের ডুবন্ত জাহাজ উদ্ধার করবে কে

প্রথম আলো সোহরাব হাসান প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২১, ১২:৩৭

ডুবন্ত জাহাজে থাকলে মানুষ খড়কুটো ধরেও বাঁচতে চায়। আমাদের নাগরিক সমাজের অবস্থা তার চেয়ে ভালো বলা যাবে না। অনেক বিষয়ে নাগরিক সমাজের পক্ষ থেকে সুপরামর্শ দেওয়া হয়, অন্যায়ের প্রতিবাদ জানানো হয়। কিন্তু রাষ্ট্রের যাঁরা মালিক–মোক্তার, তাঁরা পাত্তা দেন না। আবার বিরোধী দলে থাকলে এই রাজনীতিকেরাই নাগরিক সমাজের কাছে ধরনা দেন। এই স্ববিরোধিতা আমাদের রাজনীতির দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়েছে।


গত সেপ্টেম্বর মাসে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন পেতে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে বিবৃতি দিয়েছিলেন ৫৪ জন বিশিষ্ট নাগরিক। তাঁদের বক্তব্য ছিল: বিগত দুই নির্বাচন কমিশনের ‘পক্ষপাতদুষ্ট’ আচরণের কারণে নির্বাচনী ব্যবস্থায় মানুষের আস্থার সংকট দেখা দিয়েছে। নির্বাচনী ব্যবস্থায় মানুষের আস্থা ফেরাতে নির্বাচন কমিশন এমনভাবে পুনর্গঠন করতে হবে, যেটা সবার কাছে গ্রহণযোগ্য হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও