![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252F4e6d5995-d53e-401c-bf42-09e5266ef150%252FPhoto_shared_by_URVASHI_RAUTELA___Actor____10_.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
১০ কোটি টাকা নিয়েছেন ঊর্বশী
ইসরায়েল থেকে সবে মুম্বাইয়ে ফিরেছেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। একের পর এক সাফল্যের সিঁড়ি বেয়ে উঠছেন এই বলিউড নায়িকা। এখন আন্তর্জাতিক আঙিনায় তাঁর খ্যাতি ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ‘মিস ইউনিভার্স ২০২১’-এর বিচারকের আসনে দেখা গেছে তাঁকে। ‘মিস ইউনিভার্স’-এর ইতিহাসে সবচেয়ে কম বয়সী বিচারক হিসেবে ঊর্বশী নতুন রেকর্ড সৃষ্টি করলেন।
এ বছর ইসরায়েলে ‘মিস ইউনিভার্স’–এর আসর বসেছিল। ভারতের হারনাজ সান্ধুর মাথায় ‘মিস ইউনিভার্স’-এর মুকুট উঠেছে এ বছর। ২১ বছর পর ভারত আবার এ খেতাব জয় করল।