মুক্তিযুদ্ধের ইতিহাস শিশুদের জানাতে হবে বছরজুড়ে

প্রথম আলো লায়লা খন্দকার প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১, ১১:৪৬

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহাকাল নাট্য সম্প্রদায়ের আয়োজনে ডিসেম্বরে পক্ষকালব্যাপী ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা নাট্যোৎসব ২০২১’ হলো। দেখলাম থিয়েটারের নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। সেদিন ঢাকার একটি স্কুলের শিক্ষার্থীরাও নাটক দেখতে এসেছিল। আয়োজকেরা জানান, তাঁরা উৎসবের পুরো সময়ে স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণকে উৎসাহিত করেছেন। বেশ প্রশংসনীয় উদ্যোগ।


কর্মসূত্রে বিভিন্ন দেশে থেকেছি। তরুণ প্রজন্মকে ইতিহাস নিয়ে শিক্ষিত করে—এমন বিভিন্ন বিষয়ে জানার সুযোগ হয়েছে। পাপুয়া নিউগিনিতে কাজ করার সময় প্রায়ই পোর্ট মোর্সবি এয়ারপোর্টে কোকোডা ট্রেইলে আসা অস্ট্রেলীয় পর্যটকদের দেখতাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাপুয়া নিউগিনিতে অস্ট্রেলীয়রা জাপানিদের সঙ্গে যুদ্ধ করেছিল বেশ কিছু স্থানে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোকোডার যুদ্ধ। পাপুয়া নিউগিনির মধ্যাঞ্চলীয় সেন্ট্রাল প্রদেশে শুরু হয়ে উত্তরের ওরো প্রদেশের কোকোডা গ্রামে এসে শেষ হয় হাঁটা, ভীষণ বন্ধুর ও বিচ্ছিন্ন এ পথ। মাউন্ট বেলামির শীর্ষে এর উচ্চতা ২ হাজার ১৯০ মিটার এবং দৈর্ঘ্য ৯৬ কিলোমিটার। প্রতিবছর কয়েক হাজার অস্ট্রেলীয় পর্যটক সেখানে যান এবং যে পথ দিয়ে যোদ্ধারা গিয়েছিল, সে পথে হাঁটেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও