কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভূমিহীনের চাকরি না পাওয়ার ব্রিটিশ আইন আর কত দিন

প্রথম আলো নাহিদ হাসান প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ১৩:৪৩

এই ভূখণ্ডের জনগণ একবার পাকিস্তান চেয়েছিল। কৃষক প্রজা পার্টি গড়েছিল পূর্ব বাংলার কৃষক সম্প্রদায়। জমিদারি প্রথা উচ্ছেদের দাবিতে কৃষক প্রজা মুসলিম লীগের বাক্স ভরেছিল। মুক্তিযুদ্ধের ভিত্তি যেমন ছয় দফা, তেমনি পাকিস্তানের ভিত্তি ছিল জমিদারি উচ্ছেদ। বাংলাদেশের বঙ্গবন্ধু সেদিন ফরিদপুরের তরুণ মুজিব ছিলেন। শেরেবাংলা এ কে ফজলুল হকের জমিদারি উচ্ছেদের লড়াই, তরুণ মুজিবের পাকিস্তান আন্দোলনে একাকার হয়েছিল। ব্রিটিশরা যাওয়ার পর তাই ভারতবর্ষে প্রথম জমিদারি উচ্ছেদ হয় সেদিনের পূর্ব বাংলায়। পাকিস্তান আন্দোলন যদি হয় জমির আন্দোলন, তাহলে বাংলাদেশ আন্দোলন হলো চাকরি ও কাজের আন্দোলন।


আসপিয়া পুলিশের পরীক্ষার সাতটি ধাপ পেরোয়। অপেক্ষায় থাকেন চূড়ান্ত নিয়োগের। হিজলা থানার ওসি জানান, চাকরি পেতে হলে নিজেদের জমিসহ ঘর দেখাতে হবে। কিন্তু বরিশালের যে ঠিকানা তিনি দিয়েছেন, সেখানে তাঁদের কোনো জমি নেই। তার আগে ভোলায় যে বাড়ি ছিল, তা নদীভাঙনে চলে গেছে। তারপর নদীর স্রোত তাঁদের বরিশালে আনে। এসে একজনের জমিতে বছরের পর বছর ধরে বাস করেন। আসপিয়ার সূত্রে আমরা জানতে পারলাম যে নিজেদের জমি না থাকলে বা ভূমিহীন হলে পুলিশে চাকরি করা যাবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও