কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রসুন ব্যবহারেই খুশকি থেকে মুক্তি!

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১, ১৫:৩০

শীত আসতেই মাথার ত্বকে খুশকির সমস্যা বেড়ে যায়। যদিও শীতকালে চুলে খুশকি হওয়া অতি সাধারণ সমস্যা। খুশকির কারণে চুল পড়া বাড়ে ও চুল রুক্ষ হয়ে যায়। অনেকেই খুশকি থেকে বাঁচতে বিভিন্ন তেল ও হেয়ার প্যাল ব্যবহার করেন। তাতেও খুশকির সমস্যা সারে না। তাহলে কী ব্যবহার করলে খুশকি থেকে মুক্তি মিলবে? জানলে অবাক হবেন, আপনি খুশকি থেকে মুক্তি পেতে রসুন ব্যবহার করে দেখতে পারেন। রসুন শুধু স্বাস্থ্যের জন্যই উপকারী নয়, এটি ত্বক ও চুলের জন্যও বেশ উপকারী।


চুল পড়া ও খুশকির সমস্যা নিয়ে দুশ্চিন্তায় আছেন, তাদের জন্য কার্যকরী এক ঘরোয়া প্রতিকার হলো রসুন। চুল পড়া ও খুশকি দূর করতে রসুন কীভাবে ব্যবহার করবেন জেনে নিন- >> রসুন ও অলিভ অয়েলের পেস্ট চুলের জন্য অত্যন্ত উপকারী। এই পেস্ট তৈরি করতে, রসুনের ৫-৬টা কোয়া ভালো করে পিষে নিন। তারপর এতে অলিভ অয়েল মেশান। এবার মিশ্রণটি গরম করুন। হালকা ঠান্ডা হলে এই তেল চুলে গোড়ায় ম্যাসাজ করুন। এতে খুশকি কমার পাশাপাশি চুলের গোড়াও মজবুত হবে। >> রসুন ও মধুর হেয়ার প্যাক লাগালেও নিমেষেই কমবে খুশকির সমস্যা! 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও