কাঠ পুড়িয়ে কয়লা, ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ

প্রথম আলো কালিয়াকৈর প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১, ১১:০৩

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টালাবহ গ্রামে অবাধে চুল্লিতে কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা। এ কারণে অবৈধ চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। নষ্ট হচ্ছে ফসলি জমি। মানুষের শ্বাসকষ্টও হচ্ছে।


জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর থেকে প্রায় পাঁচ-ছয় কিলোমিটার ভেতরে টালাবহ গ্রাম। ওই গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য হামিদ মিয়া ও তাঁর ভাইদের একটি বাঁশঝাড় আছে। সেই জায়গা তাঁদের কাছ থেকে মাসিক ৪৮ হাজার টাকায় ভাড়া নিয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা এলাকার ব্যবসায়ী মজিবুর রহমান ও মো. রেজাউল।


তাঁরা স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় আটটি কয়লা তৈরির বিশেষ ধরনের চুল্লি তৈরি করেছেন। সেই চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা বানানো হয়। কাঠ পোড়ানোর সময় নির্গত হয় প্রচুর কালো ধোঁয়া। কাঠ পোড়ানোয় একদিকে বনজ সম্পদ নষ্ট হয়, অপর দিকে ধোঁয়ার কারণে শ্বাস-প্রশ্বাসজনিত নানা রোগব্যাধি হচ্ছে স্থানীয় লোকজনের। কয়লা তৈরির এই প্রক্রিয়ায় পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও