You have reached your daily news limit

Please log in to continue


তবে কি বাজিল বরিসের বিদায় ঘন্টা

‘লাস্ট চান্স সেলুন’ বলে ইংরেজিতে একটি প্রবাদ আছে। বাংলায় যাকে বলা যায় ‘শেষ সুযোগের দোকান’। এই প্রবাদের পেছনে একটি ঐতিহাসিক সত্য আছে। ১৮৬৯ সালে কানসাসের কাল্ডওয়েল শহর আর ইন্ডিয়ান রাজ্যগুলোর সীমান্তবর্তী অংশের শেষ প্রান্তের একমাত্র বৈধ মদ বিক্রির দোকানকে ‘লাস্ট চান্স সেলুন’ বলা হতো। কারণ, এরপর থেকে মদ ছিল অবৈধ। ধারণা করা হয়, ১৯৯২ সালে জনাথন ডেম্বলবাই প্রথম এই প্রবাদ যুক্তরাজ্যের রাজনীতিতে ব্যবহার করেন।

এই একই প্রবাদ প্রায় বছর ত্রিশেক পর যুক্তরাজ্যের রাজনীতিতে আবারও ব্যবহৃত হচ্ছে। কারণ বরিস জনসনের বেসামাল অবস্থা। তাঁর দলের পুরোনো নেতাদের কেউ কেউ তো বলেই দিয়েছেন, বরিসকে ক্ষমতা ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। যদি তিনি এক বছরের মধ্যে নিজের অবস্থান ঠিকঠাক করতে না পারেন, তবে তাঁকে বিদায় নিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন