‘পরিচয়’ সংস্কৃতি, ফায়দা লোটা ও দাপটে অন্ধ যখন মানুষ
আমার এক বন্ধুর মা অসুস্থ। তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হবে। বন্ধু আমাকে ফোন করে জানতে চেয়েছে, তোর কি অমুক হাসপাতালে পরিচিত কেউ আছে? দিন কয়েক পরের ঘটনা। এক আত্মীয় ঘুরতে যাবে দেশের উত্তরের এক জেলায়। আমার কাছে জানতে চেয়েছে, ওই জেলার রেস্ট হাউসে কোনো পরিচিত আছে কি না? এক বড় ভাইয়ের সরকারি অফিসে কী একটা জরুরি কাজ আছে, তিনি ফোন করে জিজ্ঞেস করেছেন, ওই অফিসে তোমার কোনো চেনা-জানা আছে? ব্যাংকে কী যেন একটা কাজ আছে আমার আরেক আত্মীয়ের। ব্যাংকে যাওয়ার আগে তিনি জানতে চেয়েছেন, পরিচিত কেউ কী আছে ওই ব্যাংকে?