করোনাভাইরাসের হানায় ‘মিস ওয়ার্ল্ড’ স্থগিত

বিডি নিউজ ২৪ পুয়ের্তো রিকো প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২১, ১৭:৫৬

গ্র্যান্ড ফিনালের মাত্র কয়েক ঘণ্টা আগে মিস ওয়ার্ল্ড ২০২১ স্থগিতের ঘোষণা এসেছে; আয়োজকরা জানিয়েছেন ২৩ প্রতিযোগীসহ ৩৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় ‘সাময়িক বিরতি’ ছাড়া উপায় ছিল না।এ আয়োজনে অংশ নেওয়া প্রতিযোগী, কর্মী ও দর্শকদের ‘স্বাস্থ্য ও ‍সুরক্ষার’ বিষয়টি বিবেচনা করে পুয়ের্তো রিকোর স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা করে আয়োজকরা এ সিদ্ধান্ত নিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।


এবারের ৭০তম আসরে বিশ্বের ৯৭ প্রতিযোগী অংশ নেন; করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ২৩ জন প্রতিযোগী রয়েছেন। বাকি ১৫ জন কর্মী। গত ২১ নভেম্বর থেকে পুয়ের্তো রিকোর রাজধানী সান হোয়ানে এবারের আসর বসেছে; ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে এ আয়োজনের ইতি টানার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে তা স্থগিত করলেন আয়োজকরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও