ভারতের রাজনীতিতে নতুন হাতিয়ার যখন ডিম
ক্ষমতায় থাকার জন্য কর্তৃত্ববাদীরা বিশ্বজুড়ে এখন অচিন্তনীয়ভাবে বেপরোয়া। হাসি-ঠাট্টা-কৌতুক-কার্টুন ইত্যাদি নিষিদ্ধ করার আন্তমহাদেশীয় বিবরণ দেওয়া হয়েছিল প্রথম আলোতে ১৫ ডিসেম্বরের এক লেখায়। ব্যাপারগুলো কৌতুককর তবে টিকে থাকার মরণকামড়ও বটে। রাজনীতির তরফ থেকে এ রকম কৌতুকভরা আচরণ থেমে নেই। ভারতের ক্ষমতাসীন দল সেই তালিকায় যুক্ত করল এবার ডিম নিষিদ্ধ করার আয়োজন।
দোকানে, রাস্তাঘাটে ডিম দেখা গেলে বিপদ!
গরু ও তার শরীর নিঃসৃত নানান উপাদান বহুকাল ভারতে রাজনীতির হট আইটেম হিসেবে আছে। বিজেপির সফলতার অন্যতম ভিত্তি ‘গরু’। বহু রাজ্যে মাংস নিষিদ্ধ করে এবং মাংস খাওয়া নাগরিকদের পিটিয়ে ভোটের অঙ্ক বিপুলভাবে বাড়াতে পেরেছে তারা। সফলতার সেই অধ্যায়ে এবার ডিম যুক্ত করতে চাইছে দলটি। বিজেপি সচরাচর যেকোনো নতুন প্রকল্পের নিরীক্ষা শুরু করে গুজরাট থেকে। সে সূত্রে আহমেদাবাদ, সুরাটসহ আশপাশের কয়েক শহরে এবার ডিম বেচা অপরাধ হিসেবে সাব্যস্ত হয়েছে। কেবল খাওয়া নয়, রাস্তাঘাটে, দোকানে দেখানোও যাবে না ডিম।