![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632567440500.jpg&path=/uploads/news/2021/Dec/15/1639568616753.jpg&width=600&height=315&top=271)
চোখের জলে ফুটবল থেকে অবসরে আগুয়েরো
খবরটি আগেই ছড়িয়ে পড়েছিল। ফুটবল ক্যারিয়ারকে না দিচ্ছেন সার্জিও আগুয়েরো। সেই গুঞ্জনই এবার সত্যি হলো। সব ধরনের ফুটবল থেকে অবসরে চলে গেলেন আর্জেন্টাইন এ সুপারস্টার। আজ বুধবার, ১৫ ডিসেম্বর ন্যু ক্যাম্পে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বর্ণালি ফুটবল ক্যারিয়ারকে না বলে দিলেন আগুয়েরো।
কান্না যেন কিছুতেই থামছিল না আগুয়েরোর। চোখের জল মুছতে মুছতে এ মেগাস্টার বলে গেলেন, ‘এই অনুষ্ঠানটা এই কথা জানানোর জন্য যে, আমি সব ধরনের পেশাদার ফুটবল আর না খেলার সিদ্ধান্ত নিয়েছি। এটা খুবই কঠিন সময়।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৪ সপ্তাহ আগে
১ বছর, ২ মাস আগে
সমকাল
| আর্জেন্টিনা
১ বছর, ৬ মাস আগে
১ বছর, ৮ মাস আগে