-samakal-64c8d042c9776.jpg)
আর্জেন্টিনায় অস্ত্রশস্ত্র নিয়ে ফুটবলারদের মারধর
আর্জেন্টিনার প্রিমেরা ডিভিশনের ক্লাব ভেলেজ সার্সফিল্ড। এই ক্লাবেই ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলে বিদায় নিয়েছেন উরুগুয়ের তারকা ফুটবলার ডিয়েগো গডিন। যেই ম্যাচে তার দল হেরেছে উরকানের কাছে। ওই ম্যাচের পর গডিন ঠিকঠাক বাড়ি যেতে পারলেও তার সতীর্থদের সেই সৌভাগ্য হয়নি। বাড়ি ফিরতে স্টেডিয়ামের বাইরে আসতেই সশস্ত্র আক্রমণের শিকার হয়েছেন তারা। জানা গেছে, তাদের আক্রমণ করেছে নিজ দলের সমর্থকেরাই।
ইএসপিএনকে সার্সফিল্ডের স্ট্রাইকার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি জানান, খেলা শেষে গাড়ি নিয়ে স্টেডিয়াম থেকে বের হতেই 'ব্রাভা ব্রাভা' সমর্থকগোষ্ঠীর কয়েকটি গাড়ি আমাদের সামনে চলে এল। তারা আমার জ্যাকেট ধরে মুখে দুবার আঘাত করে। খুব আতঙ্কিত হয়ে পড়েছিলাম।'
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ৬ মাস আগে
১ বছর, ১০ মাস আগে
১ বছর, ১০ মাস আগে
সমকাল
| আর্জেন্টিনা
২ বছর, ১ মাস আগে
২ বছর, ৩ মাস আগে