মার্টিনেজকে কয়েক ঘণ্টার জন্য ঢাকায় আনার চেষ্টা

সমকাল প্রকাশিত: ০৬ জুন ২০২৩, ০৯:৩১

দু’দিন ধরে সকাল-বিকেল মিটিংয়ের পর মিটিং করছেন। ঢাকায় করপোরেট অফিসগুলোতে দৌড়াচ্ছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। সবার কাছেই বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বাংলাদেশে আসার ইচ্ছার কথা জানিয়েছেন। কেউ কেউ আগ্রহী হলেও সমস্যাটা ডলারের পেমেন্ট প্রক্রিয়ায়। এই মুহূর্তে বৈধ ব্যাংকিং চ্যানেলে ডলার দেশের বাইরে পাঠাতে দীর্ঘসূত্রতা ও নানা নিয়মের বেড়াজাল টপকাতে হবে। 


এ ছাড়া কৃচ্ছ্রসাধন এবং সরকারের আর্থিক নীতির কারণে দুষ্প্রাপ্য ইউএস ডলার। সব মিলিয়ে এক দিনের জন্য মার্টিনেজকে ঢাকায় আনতে যে পরিমাণ ডলারের প্রয়োজন, তা জোগাড় করতে পারেননি তিনি। এখন তিনি চেষ্টা করছেন, অন্তত কয়েক ঘণ্টার জন্য মার্টিনেজকে ঢাকায় এনে তাঁর ইচ্ছাপূরণ করতে। তাতে হয়তো ২০ থেকে ২৫ হাজার ইউএস ডলারে হয়ে যাবে। গত রাতে সেই অর্থ সংগ্রহের জন্যই একটি প্রতিষ্ঠানের সঙ্গে শেষ মিটিংটি করেছেন কলকাতার ওই এজেন্ট। শতদ্রু দত্ত আশাবাদী, তিনি মার্টিনেজকে নিয়ে আসবেন। ‘আশা করছি, ৩ জুলাই মার্টিনেজকে ঢাকায় আনতে পারব। তবে আগামী ১০ জুনের মধ্যে তাঁর সফরের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও