বৃহৎ শক্তিগুলোর অস্ত্র প্রতিযোগিতাই দারিদ্র্যের প্রধান কারণ
পরাশক্তিগুলো নিত্যনতুন মারণাস্ত্র তৈরিতে মগ্ন থেকে বিশ্বে সত্যিকার অর্থে কোনো শান্তি আনা সম্ভব নয়। বর্তমান বিশ্বের শক্তিশালী দেশগুলো এমন মারাত্মক অস্ত্র তৈরি করছে, এগুলো ব্যবহারে শুধু যুদ্ধরত দেশগুলো ধ্বংস হবে না, অন্য দেশগুলোও বিভিন্নভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। এই যুদ্ধে জেতার কারো সম্ভাবনাই নেই। অবিশ্বাস্য রকমের শক্তিশালী আণবিক বোমা ও অন্যান্য অস্ত্র তৈরি হচ্ছে; অর্থাৎ ১৯৬০ সালে সোভিয়েত রাশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন ক্রুশ্চেভ। তিনি পারমাণবিক যুদ্ধ ও তার ভয়াবহতা সম্পর্কে তখন বলেছিলেন, ‘There are those who do not seem able to get into their heads that in the next war, victor will be barely distinguishable from vanquished. A war between soviet union and the united states would almost certainly end in mutual defeat’. অনেকেই আছেন যাদের মাথায় ঢুকছে না যে, আগামী যুদ্ধে বিজয়ী ও পরাজিতের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যদি যুদ্ধ হয় সে ক্ষেত্রে এটি সুনিশ্চিত যে, উভয়েই পরাজিত হবে।’
- ট্যাগ:
- মতামত
- শক্তিশালী
- অস্ত্র-বোমা
- ক্ষতিগ্রস্ত
- পরাশক্তি