ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ৯ সেপ্টেম্বর হবে এই নির্বাচন। প্রায় ছয় বছর পর হতে যাচ্ছে এই নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই একটি বিষয় লক্ষণীয়। ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্ববিদ্যালয়টি। ১৯২৩-২৪ শিক্ষাবর্ষে ডাকসু প্রতিষ্ঠিত হয়। তখনো ডাকসু নামকরণ হয়নি। পরে ১৯৫৩ সালে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে পূর্ব নাম পরিবর্তন করে বর্তমান নাম গ্রহণ করা হয়।
বলা যায়, ডাকসুর ইতিহাস সাত দশকের বেশি সময়। নিয়ম অনুযায়ী, এ সময় অন্তত ৭০ বার ডাকসু নির্বাচন হওয়ার কথা। কিন্তু তা হয়নি। যেমন এবারের নির্বাচনটি হতে যাচ্ছে প্রায় ছয় বছর পর। ছয় বছর আগে যে নির্বাচনটি হয়েছিল, সেটি আবার হয়েছিল প্রায় তিন দশক পর।