Skincare Tips: শীতকালে ময়েশ্চারাইজার কখন মাখবেন তা জানেন কি
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১, ১৮:৪৬
পুরনো একটি হিন্দি প্রবাদ রয়েছে— ‘পহেলে দর্শনধারী...’। ফলে প্রথম দর্শনেই সকলের যা নজরে পড়ে, তা আমাদের চেহারা। আর সেখানেই উজ্জ্বল ত্বকের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ত্বকের পরিচর্যা করার কথা সারা বছরই স্বাস্থ্যবিদরা বলে থাকেন। কিন্তু আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে গরমকালে, বর্ষাকালে বা শীতকালে পরিচর্যার ধরনও হওয়া উচিত ভিন্ন ভিন্ন।
শরীরের সবচেয়ে উপরের স্তর হল আমাদের চামড়া। সেটা কোনও ভাবে ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব পড়ে সারা শরীরে, এমনকী মনেও! শীতকালে ত্বক ক্রমশ হারাতে থাকে তার আর্দ্রতা। সেই আর্দ্রতা বজায় রাখতে আমরা অনেকেই বডি লোশন বা ময়েশ্চারাইজার মাখি নিয়মিত। কিন্তু তা মাখারও বিশেষ সময় রয়েছে, তা জানেন কি!
- ট্যাগ:
- লাইফ
- শীতকাল
- সময়
- ময়েশ্চারাইজার