ফ্যাশনে আইন, আজগুবি যত নিয়ম

প্রথম আলো প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১, ১৪:৪৮

ইউরোপের দেশ স্পেন। অনেকেই ঘুরতে যান স্পেনে। কিন্তু ঘুরতে বের হন বা যে কারণেই বের হন না কেন, পায়ে চপ্পল বা স্যান্ডেল পরে কোনোভাবেই গাড়ি চালাতে পারবেন না। তা আপনি যতই ফ্যাশনেবল চপ্পল পরুন না কেন। পা খোলা চপ্পল পরে গাড়ি চালালে দেশটির নিয়ম অনুসারে পাবেন সাজা।


অনেক মেয়েরই ফ্যাশনেবল হাই হিল ভীষণ পছন্দ। কাজে বা ঘুরতে বের হয়েও অনেকেই উঁচু হিলের জুতা পরতে পছন্দ করেন। কিন্তু জানেন কি, ইউরোপের দেশ গ্রিসে আপনি উঁচু হিলের জুতা একেবারেই পরতে পারবেন না! তবে ভয়ের কিছু নেই। গ্রিসের সব শহরে এই নিয়ম নেই। শুধু অ্যাক্রোপলিস দুর্গে বা ডেলফি শহরেই মেনে চলা হয় এই নিয়ম। হাই হিলের কারণে যেন এসব জায়গার ঐতিহাসিক কোনো স্থাপনা নষ্ট না হয়। তাই এই সাবধানতা। হাই হিল পরা ঝুঁকিপূর্ণ। আইন করার সময় এই বিষয়ও মাথায় রাখা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও