![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2014%252F02%252F06%252F52f321b786238-IMMIGRANT-FATHER-CHILD.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
শীতে শিশুর ত্বকের যত্ন
প্রথম আলো
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১, ১০:০৯
শীতে সবারই ত্বক বিবর্ণ ও শুষ্ক হয়ে পড়ে। আবহাওয়ার প্রভাবে এ সময় ত্বকের নানা সমস্যাও বাড়ে। শিশুদের ত্বক যেহেতু বিশেষভাবে সংবেদনশীল, তাই শিশুর ত্বকের সুরক্ষায় বিশেষ খেয়াল রাখতে হয়।
শিশুদের গোসলে মৃদু মাত্রার সাবান ব্যবহার করা উচিত। শীতের দিনগুলোতেও শিশুদের হাত ধোয়ার অভ্যাস পুরোদমে চালু রাখা দরকার। এতে শীতকালীন জীবাণু থেকে শিশুরা মুক্ত থাকবে। হাত ধোয়ার বেলায়ও মৃদু ক্ষারযুক্ত হ্যান্ডওয়াশ ব্যবহার করা ভালো। হাত যাতে খসখসে না হয়, সে জন্য ময়েশ্চারাইজার বা অলিভ তেল লাগানো যায়।