![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-12%252Fdd19fc2d-0c03-4c43-8d47-39a581e97298%252Fprothomalo_bangla_2021_12_baf7aaaf_78e7_4eae_89fb_5dc6aa93aa16_bb8b5854_922e_4567_9fef_543525975992.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
ঢাকার দুই শিক্ষার্থী নাঈম ও দুর্জয় নিহত হওয়ার ঘটনায় সড়কে সবার জীবনের নিরাপত্তার দাবিতে ফের রাস্তায় নামে কিশোর শিক্ষার্থীরা। তিন বছর আগে একই দাবিতে কিশোর শিক্ষার্থীদের অভাবনীয় ও অভূতপূর্ব আন্দোলন বড় ঝাঁকুনি দিয়েছিল সারা দেশে। ২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে দুই বাসের পাল্লাপাল্লিতে রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী রাজীব ও দিয়া নিহত হয়। এর প্রতিবাদে রাস্তায় নামেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।