![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ftangail-up-election-fighting-pic-1-20211211192830.jpg)
ভোট চাইতে গিয়ে হামলার শিকার, নারীসহ আহত ১৮
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নে ভোট চাইতে গিয়ে প্রতিদ্বন্দ্বী নৌকা প্রার্থীর কর্মীদের হামলায় পাঁচ নারীসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার সিরাজকান্দি বাজার এলাকার খোকার ডোবা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে স্বতন্ত্র প্রার্থীর আনারস প্রতীকের সাত কর্মীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের মধ্যে দুজনকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।