হত্যাকারীর শাস্তি আর হত্যার সংস্কৃতি
খবরটা শুনে সব মা-বাবার বুকটা কি বেদনায় মুচড়ে ওঠেনি? চোখের সামনে কি ভেসে ওঠেনি একদিকে আবরারের মায়ের মুখ আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ জন তরুণের বাবা-মায়ের বেদনাক্লিষ্ট মুখগুলো? কী বা বয়স এদের, জীবনের কী বা দেখেছে তারা। তাদের ঘিরে কত স্বজনের কত আশা। সব শেষ! সব আলো কি নিভে গেল? একটা কথাই ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। এই এতগুলো মৃত্যুর দায় কে নেবে? কেউ কি নেবে? ২০ জন তরুণকে ফাঁসির দণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড পেতে হলো কেন? বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে খুনি মানসিকতা গড়ে উঠেছিল কেন তাদের?