
ডেল্টার শিক্ষা আর ওমিক্রন ঠেকানোর প্রস্তুতি
করোনার প্রকোপ অনেকটা কমে গেলেও একেবারে চলে যায়নি। করোনা সংক্রমণের প্রায় ২০ মাস পর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশে শনাক্তের হার নেমে আসে দেড় শতাংশের নিচে। এরই মধ্যে বিশ্বে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। বিশ্ব যখন ধীরে ধীরে আগের অবস্থায় ফিরতে শুরু করেছিল ঠিক তখনই করোনার এ নতুন ভ্যারিয়েন্ট ছড়াতে শুরু করেছে।
প্রথমে আফ্রিকায় শুরু হলেও এখন তা ইউরোপ, আমেরিকা এমনকি এশিয়ায়ও ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়ার হার যদিও এখনও ততটা বেশি নয়, তবে অতীতের সবগুলো ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার অভিজ্ঞতা থেকে এটা ধরে নেওয়াই স্বাভাবিক যে ওমিক্রনও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। প্রতিবেশী দেশ ভারতে ইতোমধ্যে ওমিক্রন সংক্রমিত হয়েছে। কাজেই বাংলাদেশেও যে এটা ছড়িয়ে পড়বে না তা বলা যায় না।