অল্প বয়সেই চুল পাকে কেন, এর আদর্শ বয়স কত?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১, ১০:৪২
অল্প বয়সেই চুল সাদা হয়ে যাওয়ার সমস্যায় অনেকেই চিন্তিত থাকেন। নারীর চেয়ে পুরুষের ক্ষেত্রে এ সমস্যাটি বেশি দেখা যায়। অনেকেই ভাবেন, দুশ্চিন্তার কারণেই হয়তো দ্রুত চুল পেকে যায়। তবে আসল কারণ কী, কেনই বা বয়সের আগে চুল পেকে যায়? যদিও বার্ধক্যের চিহ্ন হিসেবে সবারই একসময় চুল পাকবে। তবে সব কিছুরই একটা নির্দিষ্ট বয়স আছে। তেমনই চুল পাকারও একটি নির্দিষ্ট বয়স আছে। বিশেষজ্ঞদের মতে, চুল পাকার আদর্শ বয়স হলো ৩০। এ সময় থেকে মাথায় দুই-একটা চুল পাকা অস্বাভাবিক বিষয় নয়। তবে এর আগে পাকলেই তা অকালপক্ব।
- ট্যাগ:
- লাইফ
- চুল পাকা
- চুল পাকার সমস্যা