কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাজনৈতিক পরিস্থিতির পাশে এসে বসেছে ওমিক্রন ঝুঁকি

দৈনিক আমাদের সময় বিভুরঞ্জন সরকার প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২১, ১০:০৭

করোনার হামলা থেকে পৃথিবী কবে মুক্ত হবে তা এখন কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। একবার একটু কমার লক্ষণ দেখা দেয় তো আবার বাড়ে। টিকা আবিষ্কারের পর আশা করা হচ্ছিল, এই বুঝি মানুষের মৃত্যু ঠেকানোর উপায় মানুষের হাতের মুঠোয় এসে গেল। কিন্তু না, টিকাই করোনা মোকাবিলার ধন্বন্তরি মহৌষধ হিসেবে এখনো সুনাম অর্জন করতে পারেনি। করোনা শুধু তার রূপ বা ধরন বদল করছে। একের পর এক ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে, এক দেশ থেকে অন্য দেশে। মানুষের মন থেকে আতঙ্ক দূর হচ্ছে না। জীবন কবে নিরাপদ হবে তা নিয়ে ভাবনা-চিন্তার সঙ্গে সঙ্গে রাজনীতিও চলছে। করোনা এবং করোনা ভ্যাকসিন নিয়ে রাজনীতি ও কূটনীতিও জমে উঠেছে।


বিশ্বজুড়ে সাড়ে ২৬ কোটির বেশি মানুষ এর মধ্যেই করোনা আক্রান্ত হয়েছে। প্রায় ৫৩ লাখ মানুষের মৃত্যু হয়েছে। প্রতিদিনই মানুষ আক্রান্ত হচ্ছে, মারাও যাচ্ছে। এর মধ্যে করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে। ইতোমধ্যে ৪৫টি দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে। ধারণার চেয়েও দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন। বাংলাদেশে এখনো ওমিক্রন শনাক্ত না হলেও আমরা যে নিরাপদ জোনে নেই, সেটা নিশ্চিত। বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রন আরও বিস্তার লাভ করলে এটা ডেল্টার চেয়েও মারাত্মক হতে পারে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার অন্যতম এক উদ্ভাবক সারাহ গিলবার্ট সতর্ক করে বলেছেন, বর্তমান করোনা সংকটের চেয়ে ভবিষ্যতের মহামারী আরও প্রাণঘাতী হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও