রোকেয়ার স্বপ্নের বাংলাদেশ কতটা নারীর হলো?
আজ বেগম রোকেয়া দিবস। আজ থেকে প্রায় ১৪০ বছর পূর্বে এই বঙ্গে একজন নারীর জন্ম হয়েছিলো যিনি নারীর জন্য একটি বিশ্ব, একটি দেশ, একটি স্বার্বভৌমত্বের স্বপ্ন দেখেছিলেন, কাজ করেছিলেন। লড়াই করেছিলেন। প্রতিবছর ৯ ডিসেম্বর আমরা বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে নানা বক্তৃতা, বিবৃতি দেই। কলাম লেখি। এই একইদিনে তিনি মৃত্যু বরণ করেছিলেন। একইরকম লেখার মধ্য দিয়েই স্মরণ করি সেই লড়াকু নারীকে।
এবার ভাবলাম ভাবনাটাকে একটু উল্টেপাল্টে দেখার চেষ্টা করি। তাই বেগম রোকেয়া দিবসে আমি আমার বাংলাদেশকে দেখতে চেয়েছি। বেগম রোকেয়া জন্মেছিলেন অবিভক্ত বাংলায়। তাঁর সময়ে না ছিলো পূর্ব বঙ্গ বা পশ্চিম বঙ্গের হিসেব না ছিলো বাংলাদেশ। তবে তিনি জন্মেছিলেন বর্তমান বাংলাদেশের মাটিতেই। তাই হয়তো তিনি যতটা না গোটা বাংলার তার চেয়ে বেশি এই বাংলাদেশের।