You have reached your daily news limit

Please log in to continue


ফের নতুন করে জুটি বাঁধতে চলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সঙ্গী কে?

টলিপাড়ায় কান পাতলে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার শেষ নেই। প্রেম, বিয়ে নিয়ে ফিসফিসানি চলতেই থাকে। তার উপর আবার সম্প্রতি বিজেপি ছেড়েছেন তিনি। প্রথম সারির টলিউড অভিনেত্রী সেই শ্রাবন্তী চট্টোপাধ্যায়ই (Srabanti Chatterjee) ফের শিরোনামে। 

প্রথমবার অভিনেতা ওম সাহানির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন শ্রাবন্তী। হরর থ্রিলার ছবিতেই দেখা যাবে দু’জনকে। নবাগত পরিচালক অয়ন ভট্টাচার্যের ‘ভয় পেয়ো না’ ছবিতে স্বামী এবং স্ত্রীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী ও ওমকে। পর্দায় ডাঃ সুশান্তের চরিত্রে দেখা যাবে ওমকে। শ্রাবন্তীকে দেখা যাবে তাঁর স্ত্রী তমসার চরিত্রে। দু’জনের বিয়ের পরই মূলত ছবি জমাট বাঁধবে। পর্দায় অভিনেতা ওমের মা বহ্নিশিখার সঙ্গে তমসার সম্পর্ক মোটেও ভাল নয়। তমসাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগেন তাঁর শাশুড়ি। আর তার রেশ ধরেই নয়া রহস্যের পর্দাফাঁস। এমনই কাহিনি অবলম্বন করে এগিয়ে চলা ‘ভয় পেয়ো না’ ছবিটি দর্শকদের মন ছোঁবে বলেই আশা পরিচালকের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন