আমিনবাজারের গণপিটুনিতে মৃতরা যদি সত্যিই ডাকাত হতো?

প্রথম আলো রুমিন ফারহানা প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২১, ০৯:০১

লিখতে বসে হুমায়ূন আহমেদের নিমফুল নাটকটির কথা মনে পড়ল। এক ডাকাতের চোখ তোলার গল্প। ডাকাতের চোখ তোলা হবে—এ খবরে গ্রামের সবার সেকি আনন্দ! উৎসবে যেমন ভালো খাবার রান্না হয়, তেমনি ডাকাতের চোখ তোলা উপলক্ষে গ্রামের গণ্যমান্য ব্যক্তিসহ ‘তামাশা দেখতে আসা’ মানুষের জন্য বিশাল ভোজের আয়োজন। নাটকটি আমাদের জীবনে বহুবার শোনা সত্য ঘটনারই নাট্যরূপ।


১০ বছর আগে রাজধানীর অদূরে সাভারের আমিনবাজারের বড়দেশী গ্রামে একটি গণপিটুনিতে হত্যার ঘটনা দেশব্যাপী ভীষণ আলোড়ন তোলে। পবিত্র শবে বরাতের রাতে সাত বন্ধু ঘুরতে গিয়েছিলেন আমিনবাজারের সেই গ্রামে। রাত সোয়া একটার দিকে স্থানীয় কিছু দুর্বৃত্ত তাঁদের ডাকাত বলে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এতে ছয়জন মারা যান, একজন প্রাণে বাঁচেন। দীর্ঘ ১০ বছরের বিচারিক প্রক্রিয়া শেষে ২ ডিসেম্বর সেই মামলায় ১৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ১৯ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। আর খালাস দেওয়া হয় ২৫ জনকে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো গণপিটুনিতে হত্যার রায় হলো। তাই একজন নাগরিক হিসেবে রায়টি স্বস্তিদায়ক হতেই পারত, কিন্তু হলো না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও