এক থাপ্পড়েই মিলবে জেল্লাদার ও উজ্জ্বল ত্বক
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২১, ১৬:২৪
ত্বকের সৌন্দর্য্য ধরে রাখতে নানান পদ্ধতি অবলম্বন করেন নারীরা। অনেক নামীদামী প্রসাধনী কিনে টাকাও অপচয় করেন। কিন্তু এত কিছু করেও কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। তবে যদি বলা হয় নিজেকে সুন্দর করে তুলতে শুধু প্রয়োজন মাত্র একটি থাপ্পড়ের!
অবাক হবেন নিশ্চয়। অবাক করা তথ্য হলেও সৌন্দর্য্য ধরে রাখতে অ্যারোমা থেরাপির পাশাপাশি জায়গা করে নিয়েছে থাপ্পড় থেরাপিও। মূলত দক্ষিণ কোরিয়ার নারীরাই এই থেরাপির প্রচলন শুরু করেন। ত্বকের যত্ন নিতে সেখানকার নারীরা নিজেরাই নিজেদের গালে থাপ্পড় মারতেন।