খালেদার বিদেশযাত্রায় সরকারই বাধা: ফখরুল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২১, ১৯:৩০

মন্ত্রীরা আইনের কথা বললেও তা প্রত্যাখ্যান করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,সরকার চাইছে না বলেই অসুস্থ খালেদা জিয়ার বিদেশ যাত্রার পথ খুলছে না।ঢাকার রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে সোমবার নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে ‘স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস’র আলোচনায় একথা বলেন তিনি। দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে মুক্ত থাকার মধ্যে অসুস্থ হয়ে এখন হাসপাতালে রয়েছেন।তার লিভার সিরোসিস ধরা পড়ায় উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে চাইছে বিএনপি। তবে তাতে সাড়া দিয়ে সরকার বলছে, এখন আইনিভাবে সেই সুযোগ নেই।


বিএনপি মহাসচিব বলেন, “ডাক্তাররা যখন বলেছেন যে তার চিকিৎসার আমাদের হাতে শেষ, এখন একমাত্র আছে বিদেশের উন্নত সেন্টার।“সরকার তাকে বিদেশে যেতে দিচ্ছে না। তারা বিভিন্ন রকম কথা বলছেন। আইনের কথা বলছেন। আইন বাধা নয়, বাধা হচ্ছে সরকার। আইনে পরিষ্কারভাবে বলা হয়েছে ৪০১ ধারায়, এই ধারার অধীনে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো যেতে পারে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও