ঐতিহ্যবাহী কুরআন শিক্ষালয়
আমরা ছোটবেলায় দেখতাম, বাড়ির সামনে বাবা একটি মক্তব চালাতেন, যেখানে গ্রামের ছোট্ট ছোট্ট শিশুরা এসে বাবার কাছে কুরআন শিক্ষা নিতেন। শুধু শিশুরাই নয়, অনেক তরুণ-তরুণী, মধ্যবয়স্ক, এমনকি বয়স্ক ব্যক্তিরাও বাবার কাছে কুরআনের ছবক নিতেন। বাড়ির সামনে আমগাছের তলায় ঝিরঝির বাতাসে পবিত্র কুরআনের আয়াতগুলো যেন গুঞ্জরিত হতো আর সেই সমধুর শব্দ শুনে অনেক গ্রামবাসীর ঘুম ভাঙত। আমরা দেখতাম, গ্রামের অনেক বাড়িতে ফজরের নামাজের পর সব বয়সের নারী-পুরুষ-শিশু কুরআনের আয়াতগুলো পাঠ করত অত্যন্ত মনোযোগসহকারে। কিন্তু সেই হারানো ঐতিহ্যের ধারক-বাহক গ্রামীণ কুরআনিক পাঠশালার চর্চা কিংবা পাঠ এখন নেই বললেই চলে।
- ট্যাগ:
- মতামত
- কোরআন
- কুরআন শিক্ষা