বিদ্যুতের মূল্যবৃদ্ধি ঠেকাতে উৎসে কর মওকুফ চায় পিডিবি
সরকারি-বেসরকারি সব কোম্পানির কাছ থেকে এককভাবে বিদ্যুৎ কিনে নেয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। তাদের বিলের ওপর ৬ শতাংশ উৎসে কর কাটা হয়। আবার পাইকারি পর্যায়ে এই বিদ্যুৎ বিক্রির সময় বিতরণ কোম্পানির কাছ থেকে উৎসে কর চালু হয়েছে চলতি বছর। এটি মওকুফ চায় পিডিবি। তা না হলে লোকসান ঠেকাতে বিদ্যুতের মূল্য বাড়াতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) গত ৯ নভেম্বর একটি চিঠি দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। চিঠিতে বলা হয়, আয়কর আরোপযোগ্য সরকারি-বেসরকারি সব বিদ্যুৎ উৎপাদন কোম্পানির বিল থেকে ৬ শতাংশ উৎসে কর কেটে বিল দেওয়া হচ্ছে। এখন পুনরায় বিদ্যুৎ বিক্রির ওপর আয়কর কাটা হলে বিদ্যুতের দাম বাড়ানো প্রয়োজন হবে। তাই বিতরণ কোম্পানির উৎসে কর কাটা থেকে অব্যাহতির প্রস্তাব করেছে পিডিবি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ২ সপ্তাহ আগে