কেন আমরা বার বার লাল কার্ড দেখাই?

www.ajkerpatrika.com অর্ণব সান্যাল প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২১, ১৬:১৭

সড়ক অব্যবস্থাপনার বিরুদ্ধে সম্প্রতি লাল কার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা। কিন্তু তা তো এবারই প্রথম নয়। এর আগেও এমন লাল কার্ড অনেক দেখানো হয়েছে। ফল কি মিলেছে? নাকি আমাদের শুধু লাল কার্ড দেখিয়ে যাওয়ার দায়? 


অবস্থাদৃষ্টে মনে হয়, আমরা সাধারণেরা সব সময় চিৎকার করে গলা ফাটিয়েই যাব। আর তা শুনেও না শোনার ভান করবেন কর্তারা। আর এভাবে নির্দিষ্ট সময়ের বিরতিতে রাস্তায় নেমে কখনো বৃদ্ধ, কখনো তরুণ বা কখনো কিশোর–কিশোরীরা দেখিয়ে যাবেন লাল কার্ড। অথচ কার্ডের সেই লাল রং কারও চোখে লজ্জা হয়ে ফুটবে না। এমনকি প্রতীকী বা সত্যিকারের লাশের মিছিলেও কুঁচকাবে না ভুরু।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও