কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘মাদককে না বলুন’ কর্মসূচি সব শিক্ষা প্রতিষ্ঠানে পালনের নির্দেশ

বাংলা ট্রিবিউন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২১, ২১:৩৭

‘মাদককে না বলুন’ কর্মসূচি সব শিক্ষা প্রতিষ্ঠানে পালনের নির্দেশ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক শিক্ষার সব অঞ্চলের উপপরিচালক ও জেলা শিক্ষা অফিসাদের নির্দেশনা দেওয়া হয়েছে।


গত ২ ডিসেম্বর সই করা এ সংক্রান্ত চিঠি রবিবার (৫ ডিসেম্বর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। এর আগে গত ১১ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কক্ষে পাঠদান শুরুর আগে ‘মাদককে না বলুন’ কর্মসূচি পালনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপচিালককে নির্দেশ দেওয়া দেয়। মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার অংশ হিসেবে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও