হোসেন শহীদ সোহরাওয়ার্দী : ইতিহাসের কৌতূহলোদ্দীপক এক চরিত্র
প্রথমেই একথা মেনে নেওয়া দরকার যে, ইতিহাস কোনো ‘তেজাবি পদার্থ’ নয়। একটা ঐতিহাসিক ঘটনা, সময় বা চরিত্র সম্পর্কে সবার ব্যাখ্যা একইরকম হবে এমন কথা নেই। ব্যক্তি বা গোষ্ঠী তার অবস্থান অনুযায়ী ইতিহাস নির্মাণ করে। সবাই যার যার উদ্দেশ্যের পক্ষে ইতিহাসের নানা উপাদান, উপকরণকে ব্যবহার করে থাকে। এই বাস্তবতায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী বাংলার ইতিহাসে খুব কৌতূহলোদ্দীপক এক চরিত্র বটে।
একধারার ইতিহাস বলছে, সোহরাওয়ার্দী বাঙালি মুসলমানের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি বাংলার ইতিহাসে ‘গণতন্ত্রের মানসপুত্র’। কারণ, তিনি চিরকাল অন্যের মত-পথকে খুবই গুরুত্ব সহকারে গ্রহণ করতেন। শুধু তাই নয়, রাজনৈতিক শত্রুকেও স্পেস দিতেন। অনেক সময় রাজনৈতিক প্রতিপক্ষকেও তিনি পদ-পদবি দিতেন। (অসমাপ্ত আত্মজীবনী, শেখ মুজিবুর রহমান, পৃষ্ঠা-৪১-৪২, সুলভ সংস্করণ, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ঢাকা) এর মধ্য দিয়ে সামগ্রিকভাবে দেশ ও জাতির অগ্রগতিকে ত্বরান্বিত করার যে-উদারনৈতিক দৃষ্টিভঙ্গি তা তার মধ্যে চিরকাল ছিল। তিনি বাংলায় বুর্জোয়া রাজনীতির জনক বলেও কীর্তিত হন।