বাহ্! পাটের শতরঞ্জি, কাঠের প্লেট-বাটি, বাঁশের মগ-কাপ!
www.tbsnews.net
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২১, ১৬:০৪
"বাংলাদেশের মানুষের কি পরিবেশ সচেতন হওয়ার দরকার নেই? পরিবেশবান্ধব জিনিস বানিয়ে আমরা বিদেশে পাঠিয়ে দেই। কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে এসব জিনিস ব্যবহার করার অভ্যাস তৈরি করিনা। দেশের মানুষকে পরিবেশবান্ধব জীবনধারায় অভ্যস্ত করতেই আমাদের এই আয়োজন," বলছিলেন 'বাহ্' ব্র্যান্ডের সহ-প্রতিষ্ঠাতা মিরাজুল হক।
যা দেখায় তার চেয়েও বেশি কিছু দিতে প্রতিজ্ঞাবদ্ধ বাহ্। পরিবেশবান্ধব কাঁচামালে নান্দনিক গৃহসামগ্রী তৈরির অনলাইন ব্র্যান্ড এটি। সোনালি আঁশ পাটের তৈরি নানা পণ্যের পাশাপাশি আছে কাঠ, বাঁশ ও ডেনিমের তৈরি ভিন্নধর্মী নানা সামগ্রী। নিজস্ব ডিজাইনে দেশের স্থানীয় শিল্পীদের দিয়ে তৈরি এসব পণ্য প্রগতিশীল ক্রেতাদের হাতে পৌঁছে দিয়ে ক্ষুদ্র কুটির শিল্পকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা চালাচ্ছে বাহ্-এর উদ্যোক্তারা।