
ছাত্র আন্দোলন : ঘন আঁধারে আলোর আশা
দেশে গণতন্ত্রহীনতা, অর্থনীতিতে লুণ্ঠন, কর্মহীন মানুষের অসহায়ত্ব, দুর্বৃত্তদের আধিপত্য, দ্রব্যমূল্যের আঘাত, গণমানুষের অধিকারহীনতা, নির্বাচনী সহিংসতা, শ্রমিকের মজুরি ও চাকরির অনিশ্চয়তা, নারীর নিরাপত্তাসহ কত বিষয় নিয়ে আন্দোলন চলছে। এর মধ্যে কিছু কিছু আন্দোলন আশা জাগায়। কারণ আন্দোলন করতে গিয়ে তো মানুষ চেনে তার প্রতিপক্ষকে, আর শিখতে থাকে কীভাবে আন্দোলন করতে হয়। এই আন্দোলনকারীদের অংশগ্রহণ, দাবি উত্থাপন এবং আন্দোলন পরিচালনা দেখে সামগ্রিক হতাশার মধ্যেও ভবিষ্যতের সম্ভাবনা তৈরি হয়। নিরাপদ সড়ক আন্দোলনের পর ভাড়া নিয়ে ছাত্রদের আন্দোলন তেমনি এক আশাজাগানিয়া আন্দোলন।
- ট্যাগ:
- মতামত
- ইতিহাস
- ছাত্র আন্দোলন