এইডস দিবস: সংক্রমিতদের ৩৩% সাধারণ মানুষ
প্রথম আলো
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২১, ২৩:২৯
দেশে এইচআইভি সংক্রমিত রোগীর মধ্যে সাধারণ মানুষ, শিরায় মাদক গ্রহণকারী ও প্রবাসী শ্রমিকের হার বেশি। ২০২০ সালের তথ্য বলছে, সংক্রমিত রোগীর ৩৩ শতাংশ ছিল সাধারণ মানুষ।
জাতিসংঘের এইচআইভি/এইডস–বিষয়ক সংস্থা ইউএনএইডস সংক্রমণ প্রতিরোধ ও রোগীর চিকিৎসায় তিন ধরনের লক্ষ্যমাত্রা ঠিক করেছিল। তাতে বলা হয়েছিল, এইচআইভি সংক্রমিত রোগীর ৯০ শতাংশকে শনাক্ত করে চিকিৎসার আওতায় আনতে হবে। চিকিৎসার আওতায় থাকা রোগীদের ভাইরাসের বোঝা সহনীয় মাত্রায় রাখতে হবে। সরকারি পরিসংখ্যান বলছে, লক্ষ্যমাত্রা থেকে দেশ পিছিয়ে রয়েছে। অন্যদিকে সরকারি কর্মকর্তা বলছেন, সময় শেষ হয়ে যায়নি।