![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632567542666.jpg&path=/uploads/news/2021/Dec/01/1638368794480.jpg&width=600&height=315&top=271)
আমিন বাজারে ৬ ছাত্র হত্যা মামলার রায় বৃহস্পতিবার
দশ বছর আগে ২০১১ সালের ১৭ জুলাই পবিত্র শবে বরাতের রাতে সাভারের আমিন বাজারের বড়দেশী গ্রামের কেবলারচরে ছয় ছাত্রকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা মামলার রায় বৃহস্পতিবার ঘোষণা করা হবে।
গত ২২ নভেম্বর ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমত জাহান রায়ের জন্য এ দিন ধার্য করেছিলেন।
এর আগে মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শোনেন তিনি। মামলাটিতে ৯২ জন সাক্ষীর মধ্যে ৫৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।