বিচারফলের জ্ঞানকাণ্ড
জ্ঞান বাবু মারা গেলেন। একদা আমার আদালতে বিচারপ্রার্থী বাদী ছিলেন। তার আগে তিনিই ছিলেন সেই আদালতের বিচারক, সেকালের মুন্সেফ। গত সোমবার, ২২ নভেম্বর ২০২১ জীবনাবসান হয়েছে তার। মুন্সেফগিরির অবসান হয়েছিল একেবারে শুরুতেই। ছাঁটাই (কেতাবি ভাষায় টারমিনেট) করা হয়েছিল জ্ঞানেন্দ্র নাথ বাঁড়ৈকে বিনা নোটিসে। বিসিএস (জুডিশিয়াল) ১৯৭৬ পরীক্ষায় তৃতীয় হয়ে মুন্সেফ হিসেবে নিয়োগ পান ১৯৭৭-এর ২৬ এপ্রিল। যশোরে শিক্ষানবিশি শেষে সে-বছরেই ২২ আগস্টের আদেশে নড়াইল দ্বিতীয় মুন্সেফ আদালতে এসে মুন্সেফি শুরু করেন। ১৯৭৮-এর ৩০ এপ্রিলেই তার মুন্সেফি সাফ হয় আমাদের আইন-বিচার মন্ত্রণালয়ের ১২ এপ্রিলের এক খোঁচাতে। বে-ইনসাফি কিছু করেছিলেন! জি-না। তবে গোস্তাকি মস্ত কিছু! জি-না। কসুর কিছু! তবে তো আইন-বিচার মন্ত্রণালয়ের সেই ইংরেজি আদেশটা একবার দেখতে হয়:
- ট্যাগ:
- মতামত
- বিসিএস
- জুডিশিয়াল আদালত
- বিচারপ্রক্রিয়া