![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fopinion%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fyeheya-noao-20211130101031.jpg)
শিক্ষার্থীরা রাস্তায়, বাসে মার খাচ্ছে শ্রমিকরা, সমাধান কত দূর
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১, ১০:১০
ইয়াহিয়া নয়নহাফ পাশ আর নিরাপদ সড়কের দাবিতে ক্লাশ ছেড়ে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। অভিভাবকরা রয়েছেন চরম উৎকণ্ঠায়। ওদিকে সরকারের সংশ্লিষ্ঠ বিভাগ ক’দিন পরপরই পরিবহন মালিকদের সঙ্গে মিটিং করে চলেছে। সমাধান এখনও আসছে না। জনমনে প্রশ্ন জেগেছে, পরিবহন নৈরাজ্যের কাছে কি রাষ্ট্রযন্ত্র এতটাই অসহায়? ২৫ নভেম্বর রাজধানীর বিজয় সরণিতে গণপরিবহনে ভাড়া নিয়ে তুলকালামকাণ্ড ঘটে যায়। অধিকাংশ যাত্রী কন্ডাক্টরের চাহিদা অনুযায়ী ভাড়া দিলেও বেঁকে বসেন দু-তিন নিয়মিত যাত্রী। সরকারি নির্দেশার বাইরে তারা কানাকড়িও বেশি দেবেন না।